এবার অবসরে পাঠানো হলো পুলিশের ২ অতিরিক্ত ডিআইজিকে

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

তিন পুলিশ সুপারের পর এবার পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন- সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম এবং টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই দুই পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হয়। প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কারণ সুনির্দিষ্ট করা হয়নি। পৃথক দুই প্রজ্ঞাপনে একই ভাষায় বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল। খবর বিডিনিউজের।
গত ১৮ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনজন পুলিশ সুপারকে অবসরে পাঠায় সরকার। তারা হলেন- বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিয়া এবং ১৫ ব্যাচের কর্মকর্তা মীর্জা আব্দুল্লাহেল বাকী। এর আগে তথ্য সচিব মকবুল হোসনকেও চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে অবসর পাঠানো হয়। একযোগে বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে বেশ আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ নভেম্বর সিআরবি চত্বরে সমাবেশ সফল করার আহ্বান মেয়রের
পরবর্তী নিবন্ধসড়কের শৃঙ্খলায় প্রয়োজন সরকার ও রাজনৈতিক মহলের সদিচ্ছা