স্মৃতিতে বঙ্গবন্ধু

মিতা পোদ্দার | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

প্রাণেরকণ্ঠে একটি নাম”বঙ্গবন্ধু”
তুমি যে বাঙালি জাতির পিতা
ক্ষুদ্র জ্ঞানে তোমার মহিমা
বর্ণনার নেই তেমন ক্ষমতা।

তবুও ধরেছি কলম, লিখবো বলে
তোমার আত্মত্যাগের কাহিনী
তুমিইতো বাঙালির জাতির পিতা
সকল বাঙালি জানি।

তোমায় নিয়ে যুগে যুগে কবিরা
লিখেছে হাজারো কবিতা
সংগ্রামী বীর তুমি,
মুক্তিকামী জনতার, স্বপ্নের স্বাধীনতা।

৭মার্চের অগ্নিঝড়া রেসকোর্সের ভাসনে
বেঁচে থাকবে আজীবন,হে পিতা তুমি
অম্নান অক্ষয় রবে কর্ম, চিন্তা, আত্মত্যাগ
নতুনভাবে কী আর লিখবো আমি!

কোটি বাঙালির ফুলের স্বপ্নে
ভাঙ্গন দিলো যখন
মুক্তিবাহিনী গঠনেই ছিলো
তোমার বিচক্ষণ,শ্রেষ্ঠ অবলম্বন।

অদম্য সাহসে রুখে দাড়ালো
গোটা বাঙালি জাতি,
শুরু হলো মুক্তিযুদ্ধ
হায়েনার দল স্তম্ভিত হলো,
পারলোনা করতে বাঙালিদের গৃহরুদ্ধ।

নির্যাতন, নিপীড়ন আর শোষণের বিরুদ্ধে
সহ্য করেছো ব্যথা হে পিতা!
তবুও এনে দিলে তুমি
স্বপ্নে মাখা বাংলার স্বাধীনতা।

লাখো শহিদের রক্তে রাঙা
আমার প্রিয় স্বাধীনতা
মুজিব তুমি থাকবে স্মৃতিতে
তুমিই তো জাতির পিতা।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট নিম্ন আয়ের মানুষ
পরবর্তী নিবন্ধশিল্প-সাহিত্য-ঐতিহ্য ও উন্নয়নের পটিয়া উৎসব