শিল্প-সাহিত্য-ঐতিহ্য ও উন্নয়নের পটিয়া উৎসব

সরিৎ চৌধুরী সাজু | সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন হচ্ছে ‘পটিয়া উৎসব -২০২২’। এ আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি এর মাধ্যমে বর্তমানে পটিয়ায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে তা কৃতজ্ঞতার সাথে পটিয়াবাসী স্মরণ করবে। প্রতিটি ক্ষেত্রে পটিয়ার ব্যাপক উন্নয়ন দেখে পটিয়ার গনমানুষ আনন্দে উদ্বেলিত। পটিয়ার মাটি অত্যন্ত উর্বর। পটিয়া মানে বিপ্লবের স্মৃতি-চিহ্ন, বিপ্লবীদের চারণ ভূমি। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মধন্য পটিয়া, আব্দুল করিম সাহিত্য বিশারদের পটিয়া, ড. আহমদ শরীফের পটিয়া। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা পটিয়ায় জন্মধন্য রত্মদের পটিয়ার রত্ন সম্মাননা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করছে উৎসব কমিটি । আরো নিজেদের ধন্য মনে করছে পটিয়ার কৃতী সন্তানদের সম্মাননা স্মারক তুলে দিতে পেরে। আমাদের এ সামগ্রিক আয়োজন সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তাঁরা তাদের মূল্যবান বাণী দিয়ে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন ও প্রকাশনাকে সমৃদ্ধ করেছেন।
বর্ণাঢ্য আয়োজনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২২ থেকে ২৪ মার্চ তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পটিয়া উৎসব ২০২২’। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জমকালো এই উৎসবে পটিয়ার সূর্য-সন্তানদের “পটিয়া-রত্ন” ঘোষণা করে ৩২ জনকে মরণোত্তর সম্মাননা স্বর্ণ-স্মারক, বিশিষ্ট ১১ জনকে স্বর্ণপদক ও ৩৫জন কৃতী সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। জাতীয় সংসদের মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ‘পটিয়া ফাউন্ডেশন’র তত্ত্বাবধানে তিনদিনের এই উৎসবের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথম দিন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, দ্বিতীয় দিন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও তৃতীয় দিন জাতীয় সংসদের মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী এমপি উপস্থিত থাকবেন। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে পটিয়ার দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে আহবায়ক করে গঠন করা হয়েছে ১০১ সদস্য বিশিষ্ট উৎসব কমিটি। মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া ফাউন্ডেশন, পটিয়ার উপজেলা প্রশাসন, পটিয়াবাসীসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করছি। পরিশেষে আলহাজ্ব সামশুল হক চৌধুরীর কন্ঠ মিলিয়ে বলি বাববার, “আমি পটিয়ার, পটিয়া আমার “। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতিতে বঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধএকান্ত ভাবনা