স্বাধীনতার স্বপ্ন

আবদুল্লাহ ফারুক রবি | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

স্বাধীনতার স্বপ্ন বুনে জ্বালায় আগুন বুকে

স্বাধীন করে থাকবো সবাই নিরন্তর সুখে

পাক হানাদার ধ্বংস করে, উড়াবো দেশের পতাকা

সোনার দেশের চির সবুজ মায়ের আদর মাখা।

টুঙ্গি পাড়ার একটি ছেলে, দ্রোহের আগুন নিয়ে

স্বাধীনতার স্বপ্ন দেখায়, শত ভাধা ডিঙ্গিয়ে

তাঁরই ডাকে এক হলো সব ছাত্র মজুর জনতা

মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেখিয়ে দিল একতা।

সেই ছেলেটি বঙ্গবন্ধু, মুক্তির স্বপ্নদ্রষ্টা

তিনিই হলেন মহানায়ক, স্বাধীন বাংলার স্রষ্টা

আমরা যারা স্বপ্ন দেখি সোনার বাংলা গড়ার

দেশের টানে এক হবো সব, নেই ভেদাভেদ ঝগড়ার

দেশটা আমার দেশটা সবার, গড়বো সবাই মিলে

ভালো কাজে মগ্ন হবো, দেশের ভালো চাইলে।

পূর্ববর্তী নিবন্ধএকটি সকাল
পরবর্তী নিবন্ধরোদের দুপুর