একটি সকাল

রত্না বনিক | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

একটি সকাল ভীষণ খুশির

মন করে দেয় ভালো

সোনার কিরণ ছড়িয়ে মুছায়

রাতের আঁধার কালো।

একটি সকাল কিচিরমিচির

সুরের খেয়ায় ভাসে

গোলাপ, টগর, নয়নতারায়

বাড়ির উঠোন হাসে।

একটি সকাল শিশির ঝরায়

সতেজ ঘাসের বন

কর্ম ব্যস্ত গ্রাম ও শহর

ঝরঝরে এক ক্ষণ।

পূর্ববর্তী নিবন্ধইলশেগুঁড়ি
পরবর্তী নিবন্ধস্বাধীনতার স্বপ্ন