স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানিয়ে অযৌক্তিক প্রচারণা চালাচ্ছে

চেক বিতরণ অনুষ্ঠানে এমপি মোছলেম উদ্দিন

| শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক সুদৃঢ়। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। রেমিট্যান্স প্রায় ২৫ বিলিয়ন। রপ্তানি আয় বেড়েছে। বাংলাদেশের রিজার্ভ প্রায় ৪৪ বিলিয়ন ডলার। অথচ বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধী তাদের দোসররা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানিয়ে তুলনামূলক অযৌক্তিক প্রচারণা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান। গত ১১ মে লালখান বাজারে মোছলেম উদ্দিন আহমদ এমপির বাসভবনে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত টিআর প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কফিল উদ্দীন, ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ জিকু, গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামাসহ পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল বন্ধে সংহতি সমাবেশ
পরবর্তী নিবন্ধরাউজানে চোরাই সিএনজি ও বাইকসহ গ্রেপ্তার ১