স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশজ উৎপাদনকে উৎসাহিত করতে হবে

বোয়ালখালীতে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনে এমপি ছালাম

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

প্রাণিজ আমিষে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত হয় প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বোয়ালখালী এ প্রদর্শনীর আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট দেশ বিনির্মাণে আমাদের প্রাণিসম্পদ খামারিদের স্মার্ট হতে হবে। তিনি আরো বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশজ উৎপাদনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা স্থানীয়ভাবে পরিপূরণ করতে এবং যুবকদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প ঘোষণা করেছিলেন। কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির

মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও খামারিীদের উৎসাহিত করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌরসভার মেয়র জহরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমীন চৌধুরী প্রমুখ। প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দীন আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ।প্রদর্শনীতে প্রায় ৩ শতাধিক খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহে গবাদিপশু ও পোল্ট্রিকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি, স্কুলের শিক্ষার্থীদের সিদ্ধ ডিম খাওয়ানো, ডেইরি প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম চলবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে
পরবর্তী নিবন্ধদর্শকখরায় প্রেক্ষাগৃহ থেকে নেমে গেল ঈদের চার সিনেমা