স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক এবং দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে ঢাকার ধানমণ্ডি রেনেসাঁ হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি প্রায় ২৪ বছর দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে শেষপর্যন্ত চিরবিদায় নেন। মরহুম তসলিমউদ্দিন চৌধুরী ১৯৫৪ সালের ১ জানুয়ারি নগরীর আন্দরকিল্লার রেড ক্রিসেন্ট হাসপাতালে (সাবেক মেটারনিটি হাসপাতাল) জন্মগ্রহণ করেন। আধুনিক সংবাদপত্র দৈনিক পূর্বকোণের পথিকৃৎ ও চট্টলদরদী খ্যাত মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী তাঁর পিতা। মাতা মরহুমা জোহরা বেগম চৌধুরী। তসলিমউদ্দিন চৌধুরী সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুল থেকে শিক্ষার প্রাথমিক-পর্ব সমাপ্ত করেন। অতঃপর ফৌজদারহাট ক্যাডেট কলেজে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে বেড়ে-ওঠা ছাত্রজীবনে তিনি ছিলেন বিজ্ঞানের একনিষ্ঠ শিক্ষার্থী। স্থাপত্যবিদ্যার প্রতি প্রবল আকর্ষণের কারণে শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ-“বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়”-বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধনির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে : ইসি মাহবুব