স্ত্রী-কন্যা হারিয়ে নির্বাক আরমান

ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গতকাল দুই সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। এদের বাড়ি কক্সবাজার ও বান্দরবান জেলায় বলে জানা গেছে। এর মধ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমের দীঘি এলাকায় সংঘটিত দুর্ঘটনায় চকরিয়ার জনৈক নুরুল ইসলামের ছেলে মো. আরমান গুরুতর আহত হন। কিন্তু এ দুঘর্টনায় তার স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৩) ও একমাত্র কন্যা প্রিয়া মনিকে (৩) হারান তিনি। আরমান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও স্ত্রী কন্যা হারিয়ে নির্বাক হয়ে গেছেন আরমান। স্বজনরা জানান, আরমান আনোয়ারায় তার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
এর আগে সকাল ১০টায় পৌরসভার জলদী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ডাম্পারের ধাক্কায় দুলাল চক্রবর্তী নামে এক বৃদ্ধ মারা যান। তিনি পায়ে হেঁটে পৌরসভা কার্যালয়ে সরকারি ত্রাণ আনতে যাচ্ছিলেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সন্ত্রাসী তালিকায় বক্করের নাম উদ্দেশ্যপ্রণোদিত’
পরবর্তী নিবন্ধরেল ও বাস স্টেশন সুনসান