সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইনফিনিটি বাংলাদেশের উপহার সামগ্রী বিতরণ

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া অসহায়, দুঃস্থ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো ইনফিনিটি বাংলাদেশ নামে একটি সংগঠন। সুবিধাবঞ্চিত শিশুরা সংগঠনটির পক্ষ থেকে নতুন কাপড় পেয়ে খুশিতে আত্মহারা। সম্প্রতি সংগঠনটির নেতৃবৃন্দ হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯ম বারের মতো ২৭১ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে উপহার (নতুন কাপড়) প্রদান করেছে। এছাড়াও ৮০ জনেরও বেশি দুঃস্থ বয়োজ্যেষ্ঠদের শাড়ি এবং লুঙ্গি প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি তানবির হায়দার রাকিব। সুবিধাবঞ্চিত শিশুদের নতুন কাপড় ও বয়োজ্যেষ্ঠদের শাড়ি এবং লুঙ্গি প্রদানকালে উপস্থিত ছিল সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য তামিমুল হাসিব রিমাদ, মো. ইশতিয়াক, সভাপতি তানবির হায়দার রাকিব, সাধারণ সম্পাদক এস এম সাকিব, কার্যকরী কমিটির সদস্য জোনায়েদ আলম, মো. ইসমাইল, চৈতী, রাহাত, অপি, আকরাম সবুজ, মো. মাহিদ, মো. রাকিব, মো. সাকিব, মো. শাহাদাত, মো. আরফাত, মো. ইরফান, মো. রমজান, উম্মে সালমা এবং সাধারণ সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের হাটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবৈশাখী মেলা