সুন্দর সমাজের জন্য চাই সুস্থ সংস্কৃতি চর্চা

অদিতির বসন্ত উৎসবের সমাপনী

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:১৪ অপরাহ্ণ

উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান অদিতি সঙ্গীত নিকেতনের দু’দশক পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। ১৭ই মার্চ শুরু হওয়া উৎসবের সমাপনীতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং, কুইজ প্রতিযোগিতা, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা। অনুষ্ঠানে চট্টগ্রামের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এতে মানবিক পুলিশিংয়ের জন্য ডিসি (উত্তর) বিজয় বসাক ও করোনা মেডিসিন ব্যাংক ও করোনা ফুড ব্যাংকের উদ্যোক্তা ডা. মেজবাহ উদ্দিন তুহিনকে সংবর্ধিত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়, উপদেষ্টা রাখাল চন্দ্র দাশ। সংগঠনের সহ-সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, বিশেষ অতিথি ছিলেন অ্যাড. উত্তম কুমার দত্ত, ডা. মুকেশ কুমার দত্ত। উপস্থিত ছিলেন কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, আমরা কাট্টলীবাসীর সভাপতি মাহাবুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম বলেন, একটি সুন্দর সমাজের জন্য সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কাট্টলীতে দু-দশক ধরে করে আসছে অদিতি সংগীত নিকেতন। তিনি বলেন, আমাদের সবাইকে প্রধানমন্ত্রীর কথা মানতে হবে। সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। নিজেকে বাঁচাতে হবে, সঙ্গে দেশকেও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আন্তরিকভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধব্র্যাড পিটের বিরুদ্ধে হেনস্তার প্রমাণ দিলেন অ্যাঞ্জেলিনা