সুখের ঠিকানা

বিভাস গুহ | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

তুমি আমার মিষ্টি সকাল

সতেজ ভোরের হাওয়া

মনের বিজন ঘরে তোমার

নিত্য আসা যাওয়া।

তুমি আমার উদাস দুপুর

ক্লান্ত বটের ছায়া

দুঃখ শোকের জলসাগরে

একটুখানি মায়া।

তুমি আমার শ্রান্ত বিকেল

রং ছড়ানো আলো

অস্তপারের রবির মতো

প্রেমের দহন জ্বালো।

তুমি আমার সন্ধ্যারাতের

জাগ্রত শুকতারা

তোমার দেহের ভাজে ভাজে

সুখের ঝর্ণাধারা।

তুমি আমার এই জীবনের

বেঁচে থাকার নিঃশ্বাস

তোমার মাঝেই জমানো থাক

আমার যতো বিশ্বাস।

ওষ্ঠে তোমার সুধাসিন্ধু

স্বর্গ চোখের তারায়

সে তারাতে প্রতি ক্ষণে

মনটা আমার হারায়।

শ্রাবণধারার জলের মতো

ঝরো অঝোরধারায়

তপ্তবুকে শীতল মায়ায়

প্রীতির সুখটি বাড়ায়।

তুমি আমার সকল কাজের

উৎসাহ প্রেরণা

তোমার মাঝে তাইতো খুঁজি

সুখেরই ঠিকানা।

পূর্ববর্তী নিবন্ধড. ফজলুর রহমান খান : স্থাপত্যশিল্পের আইনস্টাইন
পরবর্তী নিবন্ধ‘মুক্তিযুদ্ধের গল্প’