‘মুক্তিযুদ্ধের গল্প’

শ্রাবন্তী বড়ুয়া | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

শুনতে চাইছ বাংলার কথা, বাঙালির ইতিহাস?

এই কাহিনির প্রতি পরতে জড়ানো দীর্ঘশ্বাস!

জানতে চাইছ কবে কীভাবে এলো দেশে স্বাধীনতা?

সেসব কাহিনি মনে পরলেই আজো বুকে জাগে ব্যথা।

আজো মাঝে মাঝে ঘুম ভেঙে যায় ট্যাংকের গর্জনে!

খালের কিনারে লাশের সারি ভেসে আসে দুঃস্বপনে।

ভেসে উঠে চোখে হায়েনার ভয়ে নিজ ভিটামাটি ছেড়ে,

মৃত্যু ভয়ে ছুটছে জনতা জীবন যুদ্ধে হেরে।

ধর্ষিতা বোনের আর্তচিৎকারে বাতাস হয়েছে ভারী

কত মার কোল খালি করে ওরা নিলো সন্তান কাড়ি!

এতো শোষণের বেড়িবাঁধ ভেঙে বাঁচাতে দেশবাসীরে

গর্জে উঠলো একটি কণ্ঠ লাখো জনতার ভীড়ে।

বজ্রকণ্ঠে দিলেন মুজিব স্বাধীনতার ডাক

যার যা কিছু আছে সবাই তাই নিয়ে প্রস্তুত থাক।

সেই কণ্ঠের যাদুমন্ত্রে বীর বাঙালি জাগলো,

ভুলে গিয়ে তাঁরা মৃত্যুর ভয় যুদ্ধে ঝাঁপিয়ে পরলো।

দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন হলো দেশ

ত্রিশ লক্ষ জীবনের দামে পেলাম বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসুখের ঠিকানা
পরবর্তী নিবন্ধঅভিসার