অভিসার

সংযুক্তা চৌধুরী | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

তোমার অ, আ কাব্যে

বিমুগ্ধ, বিমোহিত, অহর্নিশ

আমি এক কাব্য পূজারী

তুমি পান্থজন সখা

তুমি একলব্য, তুমি ধনুধর

আমি তোমাতেই ধরাশায়ী

তোমাতেই হই তৎপর।

এসো সখা, কুঞ্জবনে

হারিয়ে যাই দ্রাক্ষাবনে

হাতে হাত ধরি

দ্রাক্ষারস আস্বাদন করি

অমরত্ব লাভ করি দুজনে।

পূর্ববর্তী নিবন্ধ‘মুক্তিযুদ্ধের গল্প’
পরবর্তী নিবন্ধবড়কাপন গ্রাম