সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

শীতের এমন ভোরে খজুর রস দিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা। এসব গ্রাম্য ঐতিহ্য মাথায় রেখে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে পিঠা উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দিদারুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্‌ আলম, কলেজের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দীন, রিয়া রুবাইয়াত, সিনিয়র প্রভাষক বনানী দত্ত, সুকদেব রুদ্র, সেলিনা বেগম, সেলিনা আক্তার, নাজলী শফিক, মো. শাহজাহান, মো. ইমাম হোসাইন, মোহাম্মদ সিরাজ উদ্দিন ও উজ্ঝল কান্তি দাস। এতে প্রায় ২০টিরও বেশি স্টলে প্রায় ৪০রকমের নতুন নতুন পিঠা সাজানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল আলম বলেন, অন্যান্য মৌসুমের মত চলতি মৌসুমেও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বলেন, গ্রাম্য ঐতিহ্য সবার মাঝে তুলে ধরেছে এবং নানারকম পিঠা তৈরী করে খুব সুন্দর ভাবেই উপস্থাপন করছে দর্শনার্থীদের মাঝে। তাদের এতো সুন্দর পিঠা উৎসব দেখে আমি মুগ্ধ হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধমানুষ পাখির গান
পরবর্তী নিবন্ধসিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা