সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় জেলা পরিষদের অনুদান

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিবচতুর্দশী ও দোল মেলা অনুষ্ঠানে সহায়তা হিসাবে জেলা পরিষদ মেলা কমিটির অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করেছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। চেক গ্রহণ করে মেলা কমিটির সভাপতি ও ইউএনও মো শাহাদাত হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও সদস্য আ ম ম দিলসাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ বলেন, বাংলাদেশ সব ধর্মের সমপ্রীতির দেশ। সরকারের অসামপ্রদায়িক চেতনা বাস্তবায়নের অংশ হিসাবে জেলা পরিষদ সকল ধর্মাবলম্বীদের সমান সুযোগ দিয়ে থাকে। এ ধারা অব্যাহত রাখতে জেলা পরিষদ সীতাকুণ্ডের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নব বিবি জলি, বাবুল শর্মা, দুলাল দে, পিন্টু ভট্টাচার্য, অলক ভট্টাচার্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে
পরবর্তী নিবন্ধবিএনপি জনগণের দল পাশে আছে, থাকবে