সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে

শামছুল উলুম মাদরাসার অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছে। কারণ সাধারন শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করা গেলে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হবে। আর যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকবে তারা দেশ প্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠবে। তিনি গত শনিবার হাটহাজারীর নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, হেফজ ও এতিমখানার বার্ষিক সভা, ফাতেহা এ ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গাজী মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। অধ্যাপক মোহাম্মদ হোসেন ও মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার সভাপতি ইউনুস গণি চৌধুরী।

সংবর্ধিত অতিথি ছিলেন হাফেজ মুহাম্মাদ সোলাইমান আনসারী, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, অধ্যক্ষ ছালেহ আহমদ আনসারী,. আবদুল হালিম, মাহবুবুল আলম,হাফেজ ফরিদুল আলম,রমজান আলী, শফিউল আলম। বক্তব্য রাখেন হারুনুর রশিদ,. আবদুল হালিম,গিয়াস উদ্দীন,ডা. আজম খাঁন, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আল কাদেরী, আমিনুল হক,নুরুল আবছার সওদাগর,আলমগীর টিটু,এস এম জোসেফ,এস এম আলী আজম,রহিম উদ্দীন রাজু,মাওলানা ইয়াছিন রেজভী, জয়নুল আবেদীন জিহাদী ও বিদায়ী শিক্ষক মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন গাজী মুহাম্মাদ শহীদুল্লাহ্‌। প্রধান বক্তা ছিলেন গাজী শফিউল আলম নেজামী।তকরীর করেন শফিউল আলম, জসিম উদ্দিন, অধ্যক্ষ লোকমান চিশতি, অধ্যাপক মুহাম্মদ ইয়াছিন রেজভী, অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন, ইলিয়াছ চৌধুরী, মুহাম্মদ জয়নুল আবেদীন জিহাদী, আহসান মুহাম্মদ ইয়াছিন, সৈয়দ নজরুল ইসলাম, আবদুল নূর, উপাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ নূর খালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসেই মহিলার পাশে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় জেলা পরিষদের অনুদান