সিভিল সার্জন কার্যালয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন

ডেঙ্গু ডায়াবেটিস তামাক ও আগুন নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

| বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের আওতায় ও কনফার্ম ডেভেলপ লিমিটেড ও এঙপার্ট কমিউনিকেশনের আয়োজনে ডেঙ্গু, ডায়াবেটিস, তামাক ও আগুন নিয়ন্ত্রণ বিষয়ক ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) গতকাল বুধবার সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ডিসকাশনের মূল উদ্দেশ্য ছিলস্বাস্থ্য শিক্ষা হস্তক্ষেপ বিতরণ পদ্ধতির বাস্তবসম্মত মূল্যায়ন ও লক্ষ্যযুক্ত শ্রোতাদের জন্য চ্যালেঞ্জগুলির সনাক্তকরণ। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ডিসকাশনে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. নওশাদ খান, ডিএসএমও ডা. আবদুল্লাহিল রাফি অঝোর, এসএমও (ম্যালেরিয়া) ডা. মো. আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও এফএম জাহিদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা থোয়াইনু মং মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন এঙপার্ট কমিউনিকেশনের ওয়ার্কসপ অর্গানাইজার মো. মাহমুদুল হাসান, মো. আশারুল ইসলাম, কনফার্ম ডেভেলপমেন্ট লিমিটেডের ওয়ার্কসপ অর্গানাইজার মো. সাইফুল করিম ও মো. আব্দুল আউয়াল।

ফোকাস গ্রুপ ডিসকাশনে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা বিশ্বের অনেক অঞ্চলে স্বাস্থ্য হুমকির সৃষ্টি করে। ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে লড়াইয়ে মশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জনস্বাস্থ্যের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডেঙ্গু থেকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, রোগমুক্ত সুস্বাস্থ্যের জন্য তামাক বা ধূমপান বর্জন করতে হবে। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে জেলেদের জালে ৪০০ কেজির ‘তলোয়ার’ মাছ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্পনগরে হংকংয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান