টেকনাফে জেলেদের জালে ৪০০ কেজির ‘তলোয়ার’ মাছ

| বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের একটি ‘তলোয়ার’ মাছ ধরা পড়েছে। গতকাল বুধবার সকালে জেলার টেকনাফ উপজেলার শামলাপুর পুরানপাড়া ঘাটের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। খবর বিডিনিউজের। স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেছেন, স্থানীয়ভাবে ‘তলোয়ার’ মাছ হিসেবে পরিচিত হলেও ঠোঁটের আকৃতির কারণে সেটি সোর্ড ফিশনামে পরিচিত। কোনো কোনো দেশে মাছটি ব্রডবিলনামেও পরিচিত। জেলেরা জানায়, সকালে স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি ৮০ হাজার টাকা দিয়ে কিনেছেন জানিয়ে ক্রেতা ধলা মিয়া বলেন, মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সবুর লিটন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক
পরবর্তী নিবন্ধসিভিল সার্জন কার্যালয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন