সিন্ডিকেটের শক্ত হাতে শিকল পরানো হোক

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৪:৫৩ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন পত্রিকা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে অহরহ সংবাদ করার পরও কেনো থামছে না এই সমাজ খেকো মহল? কেন তারা দিনকে দিন হিংস্র রূপ ধারণ করছেন? তাদের দৌরাত্ম্য ঠেকাবে কে? মানুষের স্বাভাবিক জীবন ধারায় অস্থিরতা নেমে আসে সিন্ডিকেটের সাপলুডু খেলায়। ইচ্ছেকৃত ভাবে বাজারে দ্রব্যসামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করা, গুদামজাত করে বেহুদা পন্থায় পণ্যের সংকট দেখিয়ে বাজারে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। কখনো বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সংকটে মানবজীবনে নিয়ে আসে অস্থিরতা, আবার কখনো দ্রব্যমূল্যের দাম বেড়ে হয় আকাশচুম্বী। যেমন এই রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো যখন যেকোনো দ্রব্য সীমিত মুনাফায় বিক্রি করেন তখন এই দেশে কেন দ্রব্য মূল্যের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয় ? অসহায় সমাজ সিন্ডিকেটের এই লুকোচুরি খেলায় অতিষ্ঠ। সিন্ডিকেটের এই অসহনীয় দাপটে কষ্টে থাকে সমাজে শতকরা প্রায় নব্বই ভাগ মানুষজন। দেখবে কে এসব? কোন ভূতুড়ে জোড়া হাতগুলো আড়াল থেকে সিন্ডিকেটের কল কাটি নাড়ছে? দায়িত্বশীল ব্যক্তিরাও মুখে কুলুপ এঁটে বসে থাকছেন অদৃশ্য ভয়ে। সিন্ডিকেটের শক্ত হাতে শিকল পরাবে কে? আওয়াজ তুলুন দেশজুড়ে। ভেঙে দিন তাদের নগ্ন হাত। টেনে ধরুন তাদের লাগাম।

সাদিক ইবনে কাদের

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্যার আজিজুল হক : শিক্ষাবিদ ও সমাজব্রতী
পরবর্তী নিবন্ধযিনি বাঙালিকে বানালেন হিমালয়