সিএসই সিডিবিএল অপারেশনস্‌ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস বিষয়ক ট্রেনিং

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (সিএসই) গত রোববার প্রধান কার্যালয়ে সিএসই’র অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য ‘সিডিবিএল অপারেশনস্‌ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস’ এর উপর একটি ট্রেনিং এন্ড এওয়ারনেস অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক।
প্রশিক্ষণ পরিচালনা করেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, ডিজিএম এন্ড হেড অব ট্রেক মার্কেটিং এন্ড সার্ভিসেস মো. মর্তুজা আলম, ডিজিএম এন্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অব ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট এন্ড লিস্টিং কমপ্লায়েন্স, একেএম শাহরোজ আলম এবং ডিজিএম এন্ড হেড অব সার্ভিলেন্স এন্ড মপস্‌ মো. নাহিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে সিএসইর ৪৭টি ট্রেকের ৫২ জন অথরাইজড রিপ্রেজেনটেটিভ অংশগ্রহণ করেন। সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম. সাদেক আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনোটোনাস আবৃত্তি পোতাশ্রয় আগমনের আনন্দধ্বনি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পুরষ্কার বিতরণী ও সনদ প্রদান