মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয় আগমনের আনন্দধ্বনি

চতুর্থ বর্ষে মনোটোনাস

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

‘সাফল্য স্মৃতি এবং আন্তনির্হিত স্বপ্ন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সাশ্রদ্ধ উৎসর্গ করে মনোটোনাসের ৪র্থ বর্ষে পদার্পনে আয়োজন আগমনের আনন্দধ্বনি গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানব পাচার ও অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রামের জেলা জজ ও দায়রা জজ জান্নতুল ফেরদৌস।
মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয়ের সভাপতি আখতারী ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক কবি রাশেদ রউফ, আগ্রাবাদ মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, এনায়েতবাজার মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। সাদ হাসান ও অনামিকা দাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয়ের উপদেষ্টা শোয়ায়েব মোহামদ, ছন্দা দাশ, চট্টগ্রাম একাডেমীর সদস্য নীলিমা শামীম, মহুয়ার ঠিকানার স্বত্বাধিকারী মহুয়া ভট্টাচার্য।
কবিতা পাঠ করেন কামরুল হাসান বাদল, সৈকত দে, শুভ্রজিৎ বড়ুয়া, মাইনুর নাহার, জয়ন্ত জিল্লু, টুম্পা ভট্টাচার্য, তারিফা হায়দার। একক আবৃত্তি করেন প্রমা আবৃত্তি সংগঠনের বিশ্বজিৎ পাল, কন্ঠনীড় বাচিক চর্চা কেন্দ্রের গৌরি নন্দিতা, সেলিম রেজা সাগর, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের লাবন্য মুৎসুদ্দি, বোধন আবৃত্তি পরিষদের অর্পিতা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ ডে
পরবর্তী নিবন্ধসিএসই সিডিবিএল অপারেশনস্‌ এন্ড ভেল্যু এডেড সার্ভিসেস বিষয়ক ট্রেনিং