সিএসইতে লেনদেন ৯.৮৮ কোটি টাকা

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৯.৮৮ কোটি টাকা। ২,৮১৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৩২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৫৩৮.১২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৩.০৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮২.১৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৪.১৩ পয়েন্ট কমেছে আজ, যা হলো ৩,৪১৬.৬০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১০,৪৫২.৫৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৪,১৩৪.৫৪ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, কমেছে ৯০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধ২০ এপ্রিল আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ
পরবর্তী নিবন্ধডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন