সিএসইতে লেনদেন ৮.৭৮ কোটি টাকা

| মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৮.৭৮ কোটি টাকা। ২,৩৫৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৮৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৯.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৫৪৩.৭৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৭.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৩.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮১.৯৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫৫.৩৩ পয়েন্ট কমেছে গতকাল, যা হলো ৩,৪৪০.৭৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭১০,৩১২.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৪,১৩৪.৫৪ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩০ টির, কমেছে ১৩৫ টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

পূর্ববর্তী নিবন্ধচেন্নাইয়ের অনুরোধে একদিন ছুটি বাড়লো মোস্তাফিজের
পরবর্তী নিবন্ধকেরালায় রাহুল গান্ধীকে বহন করা হেলিকপ্টারে তল্লাশি