সিএসইতে লেনদেন ৭.৯৭ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭.৯৭ কোটি টাকা। ৩,১৯০ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৫.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৪৭৯.৫১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৮৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৫.৩৬ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৭৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭১.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৫৭.১৮ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,৯৩৯.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৮,৪৯৫.৩৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, কমেছে ২৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১০৩ টির।

পূর্ববর্তী নিবন্ধঅনন্য রেকর্ড গড়লেন শান্ত
পরবর্তী নিবন্ধভারতের গুজরাটে দূষিত আয়ুর্বেদিক সিরাপ খেয়ে ৫ মৃত্যু