সিএসইতে লেনদেন ৭.৪৪ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৭.৪৪ কোটি টাকা। মোট ২,৪৮৭টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৪২৪.১১ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ০.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০১.৫০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৬.২৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্স ১১.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৫৭.১৮ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৬,৯৮৩.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৮,৪৯৫.৩৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

পূর্ববর্তী নিবন্ধজাপানের দ্বীপে ৮ আরোহীসহ মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধগাজার অবস্থাকে হিটলারের ক্যাম্পের সঙ্গে তুলনা