সিএসইতে লেনদেন ৬.৫৮ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.৫৮ কোটি টাকা। মোট ৩,৩০৫টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৬.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬২৬.৭৮ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৩.৬৩। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮২.৯০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৭.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৫৫.০২ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭৮,৪৮০.৯৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৬,১০০.৭২ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

পূর্ববর্তী নিবন্ধড্র করে শিরোপার অপেক্ষা বাড়লো হাটহাজারীর
পরবর্তী নিবন্ধমায়ের ব্যাগে সন্তানের লাশ, ভারতীয় এআই স্টার্টআপ প্রধান গ্রেপ্তার