ড্র করে শিরোপার অপেক্ষা বাড়লো হাটহাজারীর

দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ।। পাইরেট্‌স-আবাহনী জুনিয়রের পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ খেলায় শিরোপা প্রত্যাশী হাটাহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের সাথে ড্র করেছে। এর ফলে শিরোপা জয়ে তাদের অপেক্ষা বাড়লো। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ১১ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাথে ড্র করে। এর ফলে ৭ খেলা শেষে হাটহাজারীর পয়েন্ট হয়েছে ১৫। এ পয়েন্ট নিয়ে তারা এখন লিগের শীর্ষে অবস্থান করছে। তাদের শেষ খেলা আবাহনী জুনিয়রের সাথে। এ খেলায় জিতলেই তারা চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে এ খেলায় তারা হারলে এবং কর্ণফুলী ক্লাব তাদের শেষ খেলায় জিতলে তবে হাটহাজারী,আবাহনী জুনিয়র এবং কর্ণফুলী তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন শিরোপা নির্ধারণে প্লে অফ ম্যাচ খেলতে হবে তাদেরকে। গতকাল খেলার ১৬ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। কিন্তু চার মিনিট বাদেই হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাইফুল গোল করে খেলায় সমতা আনে। এদিন দু’দলের গোলরক্ষকই চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। ফলে খেলাটি সমতায় শেষ হয়। নওজোয়ান গ্রীন ৭ খেলা শেষে মাত্র দুই পয়েন্ট পেয়েছে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এর মারওয়ান হোসেন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর হারুন আর রশিদ। একই মাঠে দিনের ১ম খেলায় পাইরেট্‌স অব চিটাগাং ১১ গোলে আবাহনী লিমিটেড জুনিয়রের সাথে ড্র করে। খেলার ১৮ মিনিটে পাইরেট্‌সের জাহেদ আলম এবং ৩৪ মিনিটে আবাহনী জুনিয়রের নাইমুল ইসলাম তালুকদার গোল করেন। পাইরেট্‌্‌স ৮ খেলা শেষে ১৩ পয়েন্ট পেয়ে লিগের খেলা শেষ করেছে। আবাহনী জুনিয়র ৭ খেলা শেষে পেয়েছে ১২ পয়েন্ট। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পাইরেট্‌স অব চিটাগাং এর মো. জাহেদ আলম। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সিরাজুল মনোয়ার। আজ ১১ জানুয়ারি বিকাল ৩টায় মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিয়েই অনুশীলনে সাকিব ফিরেছেন তামিমও
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৫৮ কোটি টাকা