সিএসইতে লেনদেন ২৯.১৩ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ২৯.১৩ কোটি টাকা। ২০,৩০৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৪.৪২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০৪.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,০৮৫.৮২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৩.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৮৫.০০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬১.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ১৩.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫২৫.০৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৫৮,৬৬৪.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,২১৫.১৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, কমেছে ১৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাশিয়ার ৩ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের