চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ আয়োজিত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট গতকাল সকালে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএম এর উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়। বেলুন এবং ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। দেশীয় সংস্কৃতির অপরিহার্য অংশ ঐতিহ্যবাহী কাবাডি খেলা যুবসমাজের মাঝে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম সৃষ্টি করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন। দেশের বিভিন্ন বাহিনী একেকটি খেলার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আলমামুন এবং সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও হাবিবুর রহমান এর অনুপ্রেরণায় বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন। এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে বলেও আশা করেন তিনি। এবারের টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১২ টি দল অংশ গ্রহন করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে চট্টগ্রাম, কঙবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও আরআরএফ, চট্টগ্রাম। আগামী ২০ ফেব্রুয়ারি সমাপনী খেলার মাধ্যমে শেষ হবে এই টুর্নামেন্ট। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শন করেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীরা। উদ্বোধনী খেলায় বান্দরবান পার্বত্য জেলা ৪২১৩ পয়েন্টে নোয়াখালী জেলাকে পরাজিত করে শুভ সুচনা করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের খেলাধুলায় বিপ্লব ঘটাতে চায় মুক্তিযোদ্ধা সংসদ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৯.১৩ কোটি টাকা