সিএসইতে লেনদেন ১১.৯২ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১.৯২ কোটি টাকা। ৬,১৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩.৯৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৪.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,০০৫.২০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৮১.১৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫১.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ২৪.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৯২.৪২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৫৪,৯৯৯.৫৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,২৩৮.৯১ কোটি টাকা। সিএসইতে ৬৩৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২০ টির, কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

পূর্ববর্তী নিবন্ধদারুণ জয়ে শুভ সূচনা চ্যাম্পিয়ন আবাহনীর
পরবর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধে ১৪ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া : জাতিসংঘ