ইউক্রেন যুদ্ধে ১৪ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া : জাতিসংঘ

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

 

জাতিসংঘ বলেছে, যুদ্ধের দুই বছরে ইউক্রেনের ১৪ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া হতে বাধ্য হয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তৃতীয় বছরে পড়তে চলল। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বৃহস্পতিবার বলেছে, প্রায় সাড়ে ৬ মিলিয়ন লোক শরণার্থী হিসেবে ইউক্রেনের বাইরে অবস্থান করছে। আইওএম পরিচালক জেনারেল অ্যামি পোপ বলেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ও দুর্ভোগ অব্যাহত রয়েছে। খবর বাংলানিউজের।

সংস্থাটি বলছে, যুদ্ধের সময়ে ১৪ মিলিয়নের বেশি বাসিন্দা বাড়ি ছেড়ে পালিয়েছে। এই সংখ্যা ইউক্রেনের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। এটি বলেছে, এ পর্যন্ত সাড়ে চার মিলিয়নেরও বেশি মানুষ বাড়ি ফিরেছে। তারা হয় বিদেশে চলে গিয়েছিল, নতুবা দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছিল।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না। যুদ্ধে লাখ লাখ বেসামরিক অপরিসীম দুর্ভোগে পড়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধে মারাত্মকভাবে এবং ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘন, জীবন ও জীবিকার ধ্বংস চলছেই।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৯২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধরাশিয়াকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান