সিএনজি ভাড়া বাড়লে কমে না কেন?

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

পরশুরাম উপজেলার পরশুরামগুথুমানরনিয়া রুটে সিএনজি অটোরিকশা যাতায়াতের মূল মাধ্যম। সাতকুচিয়া, বাশপদুয়া, ও কোলাপাড়া এই ৩টি বিকল্প সড়ক ব্যাবহার করে পরশুরাম বাজারে যাতায়াত করা যায়। ৮৯ কিলোমিটার এই পথে গুথুমা ১৫ টাকা, দক্ষিণ গুথুমা ২০ টাকা ও নরনিয়া ২৫ টাকা নির্ধারিত ভাড়া।

গত কয়েকমাস ধরে কোলাপাড়া রুটে নির্মাণ কাজ চলায় বাশপদুয়া রুটে যাতায়াত করতে হওয়ায় ভাড়া ৫ টাকা করে বাড়ানো হয়েছে। যাত্রীরাও দূরত্ব বিবেচনায় ৫ টাকা বাড়তি দিয়ে যাতায়াত করতে কোনো অভিযোগ করেনি। কিন্তু এখন আগেই রুট ঠিক হয়ে যাওয়ার পরেও যাত্রীদের থেকে সেই ৫/১০টাকা বাড়তি ভাড়া আদায়ের জন্য নিয়মিত বাকবিতণ্ডা চলে, একপ্রকার বাধ্য করে এই বাড়তি ভাড়া নেয়া হয়। এছাড়াও বছরের অর্ধেক সময় এই রুটের ড্রাইভাররা নানান অজুহাত দেখিয়ে বেশী ভাড়া আদায় করে। এতে নিয়মিত যাতায়াতকারীরা একপ্রকার অতিষ্ঠ। কর্তৃপক্ষের কাছে আবেদন প্রতিটি সিএনজিতে ভাড়ার তালিকা নির্ধারণ করে লাগানো উচিৎ যাতে যাত্রীরা হয়রানি থেকে রেহাই পায়।

মাজহারুল ইসলাম সৈকত

পরশুরাম,

ফেনী।

পূর্ববর্তী নিবন্ধআজাদ রহমান : কিংবদন্তি সংগীত গুরু
পরবর্তী নিবন্ধইচ্ছে করে আকাশে উড়ে যাই