ইচ্ছে করে আকাশে উড়ে যাই

শারমিন আক্তার | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

প্রকৃতির সৌন্দর্যে বার বার আমি মুগ্ধ

সিলেট সেই সুরমা নদীর ধারে বসে

আমি সেই নদীকে বলি,

জানো তোমাকে দেখার জন্য কতদূর থেকে এসেছি?

নদীর পানির ঢেউ,

পাাখির কলকাকলি

কী যে ভালোলাগা কেমন আনন্দ বলে

বুঝাতে পারব না।

নদীর পানি হাতে নিতে দেখি

কী সুন্দর শামুক উপ আনন্দে আমি আত্মাহারা।

সিলেটে সেই মেলা যেখানে আছে সব আমার শখের জিনিস

কোনটা ছেড়ে কোনটা নিই, মাটির হাড়ি পাতিল।

সিলেটের সেই চা বাগান, যেন এক স্বপ্নের রাজ্য

চারিদিকে চাপাতা গাছ।

কিছু মহিলা পিছনে কাঠের ঝুড়ি হাতে

তাদের কাঁচি কী সুন্দর করে

নিচ্ছে তারা চায়ের পাতাখানি

আমি গেলাম তাদের সাথে সেই

পাতাখানি কাটতে,

কিন্তু আমি কি আর সেইসব পারি

এক দল পাখি যাচ্ছে উড়ে তাকিয়ে আছি আমি,

ইচ্ছে করে আকাশে উড়ে যাই।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি ভাড়া বাড়লে কমে না কেন?
পরবর্তী নিবন্ধকর্মফল ও ইতিবাচকতা