সিআরবি রক্ষায় প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠান ‘বিজয় নিশান’

| শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নাগরিক সমাজ চট্টগ্রামের ধারাবাহিক আন্দোলনে গতকাল বৃহস্পতিবার আয়োজন করা হয় প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠান ‘বিজয় নিশান’। কথা মালা আর শিল্পীদের গানে চট্টগ্রামের প্রাণ প্রকৃতি রক্ষার দাবি করা হয়। এই সময় বক্তারা হাসপাতাল প্রকল্পের যাবতীয় অসঙ্গতি তুলে ধরে তথ্য উপাত্ত উপস্থাপন করে বলেন, সিআরবি হচ্ছে ২০০৯ সালের গেজেট অনুযায়ী রাষ্ট্রপতি অনুমোদিত সরকার ঘোষিত হেরিটেজ জোন। এখানে কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা হতে পারে না, এটি আইনত নিষিদ্ধ। এটি সুরক্ষার দায়িত্ব সরকারের। তাছাড়া এটি চট্টগ্রামের ফুসফুস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অজয় চক্রবর্তী, তাহিম হাসান, আনন্দ প্রকৃতি, মন্দিরা চৌধুরী, ফারদিন, পপি ও পাভেল। উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব কাজী মহসিন, হাজী সাহাবউদ্দিন, হেলাল আকবর চৌধুরী বাবর, শাহজাহান চৌধুরী, বেলায়েত হোসেন, কবি মুদাসসের আলী, হেলাল উদ্দিন, সাংবাদিক ঋত্বিক নয়ন। আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হাসিনা আক্তার টুনু, শিবু চৌধুরী, নুরুল আজিম রনি, বনবিহারী চক্রবর্তী, মোরশেদ চৌধুরী, সাবের আহমেদ, মোহাম্মদ মোরশেদ আলম, এম শাহাদাৎ নবী খোকা, আবৃত্তি শিল্পী দিলরুবা খানম, কবি মিনু মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক অধিবেশন
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুশাসন মেনে চললে মানবিক মানুষ হওয়া সম্ভব