সিআইইউতে শরতের রঙে ঝলমলে একদিন

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংলিশ ক্লাবের ‘অটামনাল মেলোডি ’ অনুষ্ঠানের চিত্রটা ছিল সত্যিই অন্যরকম। বছরজুড়ে ক্লাস-পরীক্ষার ঝক্কি ঝামেলায় ফিকে হয়ে পড়েছিল ক্যাম্পাস লাইফের ফ্রেমে বাধা ছবিটা। এবারের অনুষ্ঠানটা তাই ছাত্র-শিক্ষক সবার কাছে হয়ে থাকলে ক্যালেন্ডারের পাতায় স্মৃতির একটি দিন। সম্প্রতি শরতের সাজে জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী সৃষ্টিশীল প্রজন্ম গড়ে উঠতে এমন সাংস্কৃতিক কর্মকান্ডের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।
ইংলিশ ক্লাবের ভারপ্রাপ্ত মডারেটর প্রভাষক সানজিদা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ল্যাস এর ডিন ড. শাহ আহমেদ, উপদেষ্টা অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান কাজী মো. সাইফুল আসপিয়া প্রমুখ। অনুষ্ঠানে ইসরাত, মর্তুজা এবং নীলের উপস্থাপনা হলভর্তি দর্শকদের নজর কাড়ে। দুই পর্বে অনুষ্ঠানের শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মঞ্চ শরতের সাজে ফুটিয়ে তোলেন ইংলিশ ক্লাবের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ‘পরকীয়ার জেরে’ বিষপানে যুবকের আত্মহত্যা