সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষা সেমিনার

আইআইইউসি

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফ্যাকাল্টি অব শারিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের তত্ত্বাবধানে সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে গতকাল সোমবার শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। প্রধান আলোচক ছিলেন আইআইইউসি ট্রাস্টের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজীজ আল-মুসলিহ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ কলেজ অব ইসলামিক স্টাডিজের ডীন ও আস-সালাম ইন্সটিটিউটের পরিচালক ড. আকরাম নদভী।
আইআইইউসির ট্রাস্টের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজীজ আল-মুসলিহ আরবি ভাষায় ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক বিষয়সমূহের সাথে যেভাবে সমন্বয় করবে’ শিরোনামে আলোচনা করেন। স্কলার ড. আকরাম নদভী সেমিনারে আরবি ভাষায় ‘হাদিসের বিশ্বস্ত বর্ণনাকারীগণ এবং হাদিসকে বিশুদ্ধ সাব্যস্ত করার ক্ষেত্রে তাঁদের পদ্ধতি’ বিষয়ের ওপর আলোচনা করেন। সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হক নাদভীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শিক্ষক খলীল হাসানী, আফতাবুল আলম নদভী, উবায়দুল কাদের নদভী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মাদ, প্রফেসর ড. গিয়াস উদ্দীন হাফিজ, প্রফেসর ড. শাকের আলম শওক, আ ফ ম আখতারুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত সেতু এলাকায় আটক ১
পরবর্তী নিবন্ধআব্দুল কাদের মিয়া উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত