শাহ আমানত সেতু এলাকায় আটক ১

কৃত্রিম পায়ে ইয়াবা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

সৃষ্টিকর্তার দেওয়া পা হারানোর বেদনা যে কি কঠিন তা যে হারায় সেই উপলব্ধি করতে পারে। অনেকে আবার কিছুটা দুঃখ ভুলে লাগায় কৃত্রিম পা। যার মাধ্যমে চলাফেরাসহ অনেক কাজ করতে পারে। কিন্তু এই কৃত্রিম পা ব্যবহার করেই এক ব্যক্তি চালাচ্ছিল মাদক ব্যবসা। অবশেষে ধরা পড়েছে বাকলিয়া থানা পুলিশের হাতে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার। মো. আবদুর নুর সোহেল (৪৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশ থেকে। এ সময় তার তার কৃত্রিম পায়ের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত থাকা ১ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৪ নং ওয়ার্ডের বটতুলিয়া পাড়ার মৃত কবির আহমদের ছেলে। বর্তমানে তিনি চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে জাহাঙ্গীরের সেমিপাকা বাসায় থাকেন। পুলিশ জানায়, সোমবার বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে সোহলকে গ্রেপ্তার করে। এ সময় তার কৃত্রিম পায়ের মধ্যে লুকায়িত ১ হাজার ইয়াবা, একটি কৃত্রিম পা ও ১টি গাড়ির টিকিট জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনারী জাতি সুশিক্ষায় শিক্ষিত না হলে দেশ উন্নতি অর্জন করতে পারবে না
পরবর্তী নিবন্ধসায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষা সেমিনার