সাহিত্যভ্রমণ

গৌতম কানুনগো | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি ইতিহাস, ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আগামী প্রজন্মকে সচেতন ও উৎসাহিত করে চলেছে। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘সাহিত্য ভ্রমণ। প্রায় ৫০ জন সাহিত্যপ্রেমী এ ভ্রমণে যোগদান করেন। মূলত সাহিত্য ভ্রমণটি দুটো ভাগে বিভক্ত ছিল। ১ম দিন (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় অমর একুশে বইমেলায় অংশগ্রহণ এবং ২য় দিন (১৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার২০২২’ এ অংশগ্রহণ।

বইমেলায় অংশগ্রহণ করে সফরসঙ্গীদের কেউ কেউ নতুন লেখকদের বই সংগ্রহ করেন। বিশাল মেলা প্রাঙ্গণ নিত্য নতুন বই, সুদৃশ্য প্যাভেলিয়ান এবং স্বাধীনতা স্তম্ভ সকলের নজর কেড়েছে। ২য় দিন সকাল ৯.৩০ মিনিট এ কথাসাহিত্যিক নাসের রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ছড়া, কবিতা, পাঠ ও কথামালা। এ পর্বে অংশগ্রহণ করেনমঞ্জু আলম, নুরননাহার ডলি, লিপি বড়ুয়া, ইফতেখার মারুফ, তানজিনা রাহী, মালেক মাহমুদ, সুমি দাশ, কামাল হোসেন, সৈয়দা সেলিমা আক্তার, আহমদ সাব্বির, গৌরী সর্ববিদ্যা, জসীমউদ্দিন খান, . গৌরী ভট্টাচার্য্য, আনোয়ারুল হক নুরী, রেহানা মাহমুদ, আবুল কালাম বেলাল, রুনা তাসমিনা, আজিজ রাহমান, নাসরিন আক্তার, রেজাউল করিম স্বপন, আহমদ জসীম, জিন্নাহ চৌধুরী, জোবাইদা আকতার চৌধুরী, আমিনা রহমান লিপি, সারওয়ার আরমান, রহমান রনি, ইসমাইল জসীম, রমজান মাহমুদ, বাসুদেব খাস্তগীর, এস. এম. মোখলেছুর রহমান, জাহাঙ্গীর মিয়া, অধ্যাপক খালেদের সন্তান মোহাম্মদ জোবায়ের ও মোহাম্মদ মুনির প্রমুখ। এরপর একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব ভাষাগবেষক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, চট্টগ্রাম সমিতি ঢাকার অর্থ সম্পাদক মো: নাছের। অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পান শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন (উপন্যাস নোটুর একটি রাইফেল) এবং কবি চন্দ্রশিলা ছন্দা’র (কিশোর কবিতাআমার আছে বিশাল আকাশ)। প্রধান অতিথি সহ অন্য পুরস্কার প্রাপ্ত দুই লেখককে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন; এ সময় পুরো মিলনায়তন জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। সকলেই মুহূর্মুহূ করতালির মাধ্যমে তাঁদেরকে অভিনন্দন জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এখন চলছে ভাষার মাস, আগামী মাস স্বাধীনতার মাস, এ দু’মাসে লেখকেরা লেখালেখিতে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। তিনি অধ্যাপক খালেদ এর ভূয়সী প্রশংসা করেন। সভাপতি ড. মনিরুজ্জামান বলেন, শিশুসাহিত্য একটি কঠিন কাজ। যারা শিশুসাহিত্য চর্চা করেন তাদেরকে বিভিন্ন ভাষা আয়ত্ত করতে হবে এবং প্রচুর লেখাপড়া করতে হবে। অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেনের ‘সাতকানিয়া লোহাগাড়া মনীষা গ্রন্থ’, লিপি বড়ুয়ার ‘তোমার বসন্ত দিনে’, নাসের রহমানের ‘আকাশে রঙিন ঘুড়ি’, জসিম উদ্দিন খানের ‘মন রাঙাবো নতুন করে’, আবুল কালাম বেলালের ‘প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা’, রেহানা মাহমুদের ‘দৃশ্যান্তরের গল্প’, ইফতেখার মারুফের ‘রাসেল তোমাকে ভালোবাসি’, রশীদ এনামের ‘একাত্তরের জলপুত্র’, শিবু কাান্তি দাশের ‘মিলিটারে এলো গ্রামে’, সুমি দাশের ‘শেষ বিকেলের আলো’ গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু। সাহিত্যভ্রমণে অংশগ্রহণকারী সকলের এ মধুর স্মৃতি ও আনন্দময় জীবনের কিছু অনুষঙ্গ অনেকদিন মনে থাকবে। জয়তু– ‘চট্টগ্রাম একাডেমি’।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের উধ্বর্গতিতে বাজার স্বাভাবিক রাখার আহবান
পরবর্তী নিবন্ধনারীর যাপিত জীবন