নারীর যাপিত জীবন

পারভীন আকতার | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

একজন নারী পৃথিবীতে জন্মের নিয়মে অনেক দায়িত্ব নিয়ে আসে। সে কখনো মা, বোন, মেয়ে কখনো বা স্ত্রী। মা হয়ে একজন নারী সন্তান ও পরিবারের দেখাশোনা করেন আজীবন। স্ত্রী, স্বামী সংসার আর পুরো পরিবারের দেখভাল করেন। করতে হয় একজন নারীকেই সবকিছুই সমানতালে। এ থেকে কখনো তার বিশ্রাম নেই। তবুও দিন শেষে বলতে শুনি, ‘কী এমন করেছে। এ তো সবাই পারে’! কী অবজ্ঞা আর তুচ্ছতাচ্ছিল্যের কথা। তা কেবল নারী জীবনের অলঙ্কার স্বরূপ। পুরুষ কখনো তার ভার বহন করে না। এরপরও কিছু কিছু নারী ঘরের বাইরে কর্মে নিয়োজিত। তারা না পারে ঘর না পারে অফিস মন দিয়ে করতে। কারণ সবখানেই নারীর নারীময় সব দায়িত্ব কর্তব্য মাথায় তুলে হাঁটেন। লোকে কে কী ভাববে তাও মাথায় রাখা লাগে।

অনেক নারী আছেন সৃষ্টিশীলধর্মী কাজে নিয়োজিত। তারা আরো বেশি কটাক্ষের শিকার হন। কোনো কাজ ভালো দেখলেই বাকী দশজন এসে তার উপর বাগড়া দেয়ার চেষ্টা করেন। নারীর জীবন অদ্ভুত বটে। দেখা যায় জ্বরে শরীর পুড়ে গেলেও সকালের নাস্তাটা ঠিক তাকেই তৈরি করে দিতে হয়। আর সারাদিনের ঝক্কি ঝামেলাও সামলাতে হয়। পৃথিবীর এমন কোনো মহৎ প্রাণ নেই সবর্দা একজন নারীর এই কষ্টগুলো শেয়ারিং কেয়ারিং করবে প্রতিনিয়ত। দিন শেষে একলাই রয়ে যায় নারীর বুক ভরা আর্তনাদ।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্যভ্রমণ
পরবর্তী নিবন্ধসুনির্মল বসু : কবি ও শিশুসাহিত্যিক