দ্রব্যমূল্যের উধ্বর্গতিতে বাজার স্বাভাবিক রাখার আহবান

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

আজকাল দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনা অস্বাভাবিক নয়। বাজারে এমন কোনো দ্রব্য নেই যার মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় নি। চাল, ডাল, তেল, চিনি, ডিম, শাকসবজি, মুরগী ও গরুর মাংস ইত্যাদিসহ বস্ত্র, অন্যান্য যন্ত্রপাতি এবং কাঁচামাল সবকিছু লাগামহীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব তেল, গ্যাসের উপর পড়তে পারে। কিন্তু ডিম, শাকসবজি, মুরগি ও গরুর মাংসের উপর প্রভাব বিস্তার করল কে? সরকার মূল্য নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে চড়া দামে। এটাই হলো সিন্ডিকেট, কালোবাজারি, দুর্নীতিবাজ আর মজুমদারদের কারচুপি। যার ফলে বলি হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এগুলো দেখার কেউ নেই? ভোক্তা অধিকার কতৃপক্ষ কতটুকু সোচ্চার? সবকিছুই এখন প্রশ্ন! তাই অনতিবিলম্বে সরকারকে বাজার স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ আলআমিন

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধসাহিত্যভ্রমণ