সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চাই প্রতিরোধ

বিভিন্নস্থানে বিক্ষোভ ও সম্প্রীতি সমাবেশ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩৭ পূর্বাহ্ণ

আবৃত্তি সমন্বয় পরিষদের নারী অধিকার : দেশের বিভিন্নস্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা, হত্যা, নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নারী অধিকার উপকমিটির আয়োজনে চট্টগ্রাম চেরাগি চত্বরে গতকাল প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক অপশক্তির উত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এই কর্মসূচিতে তাসকিয়াতুন নূর তানিয়ার সঞ্চালনায় এবং কংকন দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা পরিষদ চট্টগ্রামের সাবেক সভাপতি নারী নেত্রী নূর জাহান খান। সমাবেশে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী নিশাত হাসিনা শিরীন, দিলরুবা খানম, কিশোয়ার জাহান তুলি, পুষ্পা সর্ব্ববিদ্যা, পলি ঘোষ, শ্রাবন্তী বড়ুয়া, লিপী সেন, নূসরাত জাহান পুস্পা, অজন্তা বর্মা, দিপান্বীতা চৌধুরী, ফাল্গুনী ঘোষ, কানিজ ফাতেমা, জয়া চৌধুরী, ফাইরুজ নাওয়াল দুর্দানা, সানজিদা রহমান, অনুকা গুহ, পূজয়িতা দত্ত, অর্পিতা পাল। দলীয় পরিবেশনা করেন সূচয়ন ললিত কলা কেন্দ্রের শিল্পীরা।
জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ : চেরাগী পাহাড় চত্বরে মঠ মন্দিরে হামলার প্রতিবাদে ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা চন্দন ধর, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পীযুষ বিশ্বাস, মো. সাহাবুদ্দীন, জাহাঙ্গীর আলম, চিত্তরঞ্জন সরকার, সৈয়দুল আলম, জাহাঙ্গীর মোস্তফা, সাইফুদ্দীন খালেদ রানা, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, ইমতিয়াজ আহম্মদ, সৈয়দা সাহানা আরা বেগম, স্বপন চৌধুরী খোকা, সায়েদুল হক, কাঞ্চন চৌধুরী, আব্দুর শুক্কুর, মহরম হোসাইন, সালাহ উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, উত্তম সেন, পূর্ণিমা বড়ুয়া, সুচিত্রা গুহ টুম্পা, শফিক, ইসমাইল হোসেন লিটন, জাহেদুল ইসলাম মঞ্জু প্রমুখ।
১৬নং চকবাজার ওয়ার্ড : নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাদের উদ্যোগে সমপ্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেন, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিমা কামাল, মেহেরুন্নিসা খানম, আনসারুল হক, নাজিম উদ্দিন, রতন ভট্টাচার্য, আঁচল চক্রবর্তী, স্বপ্নারাণী, অঞ্জু বেগম, কাজল প্রিয় বড়ুয়া, বিপ্লব বর্ধন, ইসমাইল কাউসার বাদশা, জাহিদ হোসেন, রওনক, ছোটন মিত্র, রনি দাশ, বাঁধন চক্রবর্তী প্রমুখ।
সনাক-টিআইবি মহানগর : সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার লালখান বাজারে আয়োজিত মানববন্ধন করে সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ। সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগরের সভাপতি ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে টিআইবির অবস্থানপত্র পাঠ করেন জাওয়াদুল করিম জিসান। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, ডা. অহিদুল আলম, জেসমিন সুলতানা পারু, রওশন আরা চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শ্যামলী মজুমদার, সঞ্জয় বিশ্বাস প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড : সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে বিক্ষোভসহ মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। একেএম আলাউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন একেএম সরওয়ার কামাল দুলু। বক্তব্য রাখেন শহীদুল হক চৌধুরী সৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম, আকবর খান, আবদুর রাজ্জাক, মো. বোরহান উদ্দিন, মো. নুরুল আলম, মো. নূর উদ্দিন, কাজী নুরুল আবছার, তপন দত্ত, রনজিত কুমার শীল, সাইফুদ্দিন খালেদ বাহার, সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল ও কামরুল হুদা পাভেল।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ.লীগ : ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি র‌্যালি ও সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গত ২৪ অক্টোবর ময়দার মিল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নুরুল আজিম নুরুর সভাপতিত্বে বক্তব্য দেন, ইফতেখার আলম জাহেদ, মোস্তাকিম বি.কম, আনিসুর রহমান, আবুল ফয়েজ খোকন, ইয়াছিন, নাজের উদ্দিন, আবুল বশর রোকন, হোসেন বাদশা, মো. এনাম, এম. আর ইয়াছিন প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শান্তির শোভাযাত্রা ও সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আ.লীগ লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে শোভাযাত্রাটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিপ্লব উদ্যোনে সমাবেশে মিলিত হয়। একেএম জাফরুলাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মাবুদ সওদাগর, বেনু মহারাজ, নটরাজ গুপ্ত, কৌশিক দে বাপ্পি, অংকুর কান্তি পাল, বাবুল দাস, উত্তম দাস, রাখাল দাস, অসীম, সুব্রত, সুমন নাথ, সঞ্জয় গোস্বামী, রানা শীল, মোহাম্মদ বজল, মোহাম্মদ হারুন, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ জামিল, মোহাম্মদ বেলাল প্রমুখ।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আ.লীগ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আলোচনায় অংশ নেন ওয়ার্ড আ.লীগর সভাপতি মো. সামশুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ুন কবির, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, কফিল উদ্দিন, কুতুব উদ্দিন, আমির উদ্দিন, মাহবুবুল আলম, অনুপ কুমার দাশ, মোরশেদুজ্জামান খসরু, মঞ্জুর হোসেন, হাফেজ আহমদ, নজরুল ইসলাম, মো. বখতিয়ার প্রমুখ।
মোহরা ওয়ার্ড যুবলীগ : দেশব্যাপী সামপ্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বা”চুর নির্দেশনায় ৫নং মোহরা ওয়ার্ড যুবলীগ নেতা মো. রুবেলের উদ্যোগে শান্তি ও সমপ্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা মোর্শেদ, আরিফুল ইসলাম, মো. সজিব, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা জুলফিকার আশেক, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমদাদুল হক তুহিন, মেহেদী হাসান, সাজিদুল ইসলাম সাকিব, জিলানী, ইফতেখার, সাহরিয়ার সানজিদ, ইফতি, নিলয় প্রমুখ।
বন্দর থানা পূজা উদ্‌যাপন পরিষদ : বন্দর থানা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। বন্দর থানা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত ও সাধারণ সম্পাদক রতন দাশের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পরিষদ কর্মকর্তা পীযুষ চৌধুরী, প্রকাশ দেবনাথ, মান্না দত্ত, সুভাষ ধর, মুকুল চৌধুরী, অংকুর দত্ত, অজিত চক্রবর্তী, অনিক চক্রবর্তী, অলক দাশ (বাবু), বিকাশ দাশ, গঙ্গা দাশ, ধনপতি দাশ, প্রদীপ দাশ, লিটন দাশ, তপন দাশ, ফেজুরাম দাশ, হিরেন্দ্র মোহন দাশ, খোকন দাশ, অভি দে, জেকি, অপু মজুমদার, রাহুল দাশ, নিলু দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাস রেলওয়ে কলোনিতে তিনমাস ধরে পানির সংকট
পরবর্তী নিবন্ধবাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস