বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

চবি ভর্তি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩৭ পূর্বাহ্ণ

গত চার বছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু রেখেছে ‘বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন’। গতকাল বুধবার প্রথম দিন ভর্তিচ্ছুদের লাল গোলাপ দিয়ে বরণ করা হয়েছে। একইসাথে সকলের জন্য নাস্তা ও মাস্কের ব্যবস্থা করা হয়। যতদিন ভর্তি কার্যক্রম চলমান থাকবে ততদিন এ সেবা চালু থাকবে বলে জানান বাস সার্ভিসের সমন্বয়ক আসহাব আরমান। বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি, ফ্রি বাস সার্ভিস ও শিক্ষা সামগ্রী বিতরণসহ নানাভাবে বাঁশখালীর শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে চলেছে ২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের সরকারি কলেজে ভর্তির সুযোগ পাওয়া বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি দিয়ে আসছে সংগঠনটি।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িকতার বিরুদ্ধে চাই প্রতিরোধ
পরবর্তী নিবন্ধকলকাতায় আজ ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী