সড়কটি এখন পিচঢালা, রাঙ্গুনিয়ার দশ গ্রামে স্বস্তি

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

ইট উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। সড়কের অবস্থা ছিলো খুবই নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি ছিলো চরমে। রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকার লালমোহন সিকদার সড়কটি গেল কয়েক সপ্তাহ আগেও এমন চিত্র ছিলো। তবে খানাখন্দে ভরা সড়কটি এখন পিচঢালা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে দশ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের নিত্য চলাচলে। জানা যায়, রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে অবস্থিত মরিয়মনগর ডিসি সড়ক থেকে পূর্বদিকে নিশ্চিন্তাপুর সড়কের সাথে সংযোগ স্থাপন করেছে লালমোহন সিকদার সড়কটি। দীর্ঘদিন ধরে এটির বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে ছিলো এতদ অঞ্চলের হাজার হাজার বাসিন্দা। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে এলজিইডির মাধ্যমে সড়কটির দেড় কিলোমিটার অংশ উন্নয়ন করা হয়েছে। এতে ব্যয় করা হয়েছে ১ কোটি ৭৪ লাখ টাকা। সরেজমিনে দেখা যায়, সড়কটির উন্নয়ন করা হচ্ছে। কাজটি তদারকি করছেন এলজিইডি সংশ্লিষ্টরা। পিচঢালাই সম্পন্ন হওয়ার পর বর্তমানে সড়কজুড়ে আর কোনো খানাখন্দ নেই। পুরো সড়কটি পিচঢালা সড়কে পরিণত হওয়ায় এখন অনায়াসে যাতায়াত করা যাচ্ছে। যানবাহন চালক ও যাত্রীদের মাঝেও ফিরে এসেছে স্বস্তি। এখন এই সড়কপথে নিশ্চিন্তাপুর হয়ে চন্দ্রঘোনা কিংবা কাপ্তাই যাওয়ার বিকল্প মাধ্যম সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, খানাখন্দে ভরা সড়কটির উন্নয়নে রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ডিও লেটার প্রদান করেন। এর আলোকে সড়কটি সংস্কারে এলজিইডির মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হয়। পরে টেন্ডার প্রক্রিয়ার সাহায্যে সড়কটি পিচঢালাই করে দৃষ্টিনন্দনভাবে উন্নয়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু শিক্ষক সমিতির মানববন্ধন
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণের সব কিছু শেষ করছে মানুষই