তত্ত্বাবধায়কের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজার সদর হাসপাতাল

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করে।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এমডি গোলাম মোরশেদ আবেদিত সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে, কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে হাসপাতালের তত্ত্বাবধায়কের স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিটিতে উল্লেখিত ইমেইল ও অন্যান্য তথ্যাদির সাথে ওই হাসপাতালের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরে জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি। সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআঘাত হেনেছে রেমাল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু