সামপ্রদায়িক অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে সরকার প্রস্তুত

পূজা মণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে নওফেল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সামপ্রদায়িক গোষ্ঠী সব সময় ওঁৎ পেতে আছে কিভাবে সামপ্রদায়িকতার বিষবাষ্প ছড়াবে। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। সামপ্রদায়িক সহিংসতা চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুর্গোৎসবের অনুদান প্রদান এবং শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৩০টি পূজা মণ্ডপে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে নওফেলের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পূজা মণ্ডপ গুলোর নিরাপত্তা প্রদানে সার্বক্ষণিক পাশে থাকবে। সামপ্রদায়িক অপশক্তির সকল চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রস্তুত আছে। বিশেষ অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, আপনারা যাতে নিরাপদে শারদ উৎসব পালন করতে পারেন সেই ব্যবস্থা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ হিল্লোল সেন উজ্জ্বল।
আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান, আব্দুল আহাদ, কাউন্সিলর শহীদুল ইসলাম, জহর লাল হাজারী, মো. জাবেদ, মো. ওয়াসিম উদ্দিন, নুরুল আলম মিয়া, আব্দুর সালাম মাসুম, নুর মোস্তফা টিনু, মহিলা কাউন্সিলর নিলু নাগ, লুৎফুর নেছা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্ত, আঞ্জুমান আরা, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, বিপ্লব সেন, সজল দত্ত, সুকান্ত মহাজন টুটুল, লিটন শীল, তরুন দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি গণিত বিভাগে ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধচবি নৃবিজ্ঞান বিভাগে নবীর বরণ ও বিদায় সংবর্ধনা