সাভারে শিক্ষক হত্যার বিচার দাবি চবি এলামনাইয়ের

আগামীকাল মানববন্ধন

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজে বখাটে ছাত্রের পিটুনিতে নিহত চবি ৪১ ব্যাচ রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র অধ্যাপক উৎপল কুমার সরকার হত্যার বিচার দাবি করেছে চবি এলামনাই এসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছগীর আহম্মদ।

দাউদ আব্দুল্লাহ লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, মোহম্মদ শাহজাহান চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ ইসহাক, অধ্যাপক মোঃ আলী, অধ্যাপক নাজমুল আলম সাইমন, প্রভাষক মোঃ আরিফ, প্রভাষক ফাতেমা আকতার হিরা, মেহের নিগার, সাজ্জাদুল ইসলাম রনি।

সভা থেকে আগামীকাল ২ জুলাই বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চবি এলামনাই এসোসিয়েশনের পক্ষ হতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে এলামনাইদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে
পরবর্তী নিবন্ধসিআইইউর পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় জমজমাট লড়াই