সাফ বিজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন

বোধি রঞ্জন চৌধুরী | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণীদের সমন্বয়ে গড়া সাফ ফুটবল দলের চ্যাম্পিয়নশীপ অর্জন দেশের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত। সামাজিক বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে নানা কটূবাক্য সয়ে উদ্যমী উচ্ছল এসব তরুণী এবং তাদের পৃষ্ঠপোষকদের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের ফসল আজকের এই অর্জন নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি বিরল সম্মান। এজন্য বীরযোদ্ধাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যথেষ্ট সুযোগ সুবিধা বঞ্চিত আমাদের এই তরুণীরা সত্যিকার পৃষ্ঠপোষকতা পেলে যে অনন্য উদাহরণ সৃষ্টি করতে পারে তার জ্বলন্ত প্রমাণ তাদের এই অসাধারণ অর্জন। এখনও আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের ফুটবল, ক্রিকেট খেলাকে ভাল চোখে দেখে না। সামাজিক গোঁড়ামী ছেলেমেয়েদেরকে সমদৃষ্টিতে না দেখার মানসিকতা এসব প্রতিভা সৃষ্টির অন্তরায়। তাছাড়া প্রত্যন্ত অঞ্চলে মাঠের অভাব, খেলার সামগ্রীর অপ্রতুলতা, প্রচার প্রসারের সংকীর্ণতা এসবের জন্য দায়ী বলে মনে হয়। সঠিক পরিচর্যা এবং যথেষ্ট সুযোগ সৃষ্টি করা গেলে গ্রামের আনাচে কানাচে লুকিয়ে থাকা এসব তরুণ প্রতিভাদের বের করে আনা সম্ভব। এজন্য দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং পৃষ্ঠপোষকতা। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ মানসিকতা নিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে এসব প্রতিভাগুলোকে বের করে এনে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুললে তারা-ও একদিন এসব সাফ বিজয়ীদের মতো দেশের সম্মান বয়ে আনবে বলে আশা করি। আমরা সেদিনের প্রতিক্ষায় রইলাম। জয়তুঃ সাফ বিজয়ী নারী ফুটবল দল।

পূর্ববর্তী নিবন্ধআবদুল করিম সাহিত্যবিশারদ : ঐতিহ্য অন্বেষার প্রাজ্ঞ পুরুষ
পরবর্তী নিবন্ধঅপসংস্কৃতি থেকে বের হতে হবে