সাফ বিজয়ী আমরা নারী, আমরাই পারি

মারজিয়া খানম সিদ্দিকা | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

আল্লাহর অসীম কৃপায় আমরা পেরেছি আমাদের প্রিয় দেশকে এনে দিতে সে সম্মান যার জন্য বিগত ৫০টি বছর ধরে অপেক্ষমাণ হাজার, লক্ষ, কোটি জনতা, আবালবৃদ্ধবনিতা। আমরা পেরেছি শূন্য ফলাফল ঘুচাতে, হৃদয়ের সুখানুভূতির খরা বিলীন করতে, পেরেছি মুজিব বর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে ষোলকলায় পরিপূর্ণ করতে। আমরা ওদের ঘরের মাঠে ওদের হারাবার দুঃসাহস দেখিয়েছি। আমরা বিজয়ী, আমরা জয়িতা। এতগুলো পুরস্কার নিয়ে আজ আমরা ঘরমুখো, আমরা তোমাদের, আমাদের সোনার দেশের সোনার ফসল ঘরে তুলেছি, স্বপ্নকে করেছি পূরণ, অর্জন করেছি আপামর জনসাধারণের স্বপ্ন ভাণ্ডার, নীলমণি খচিত সোনার মুকুট। কিন্তু আমরা আজ আনন্দে উদ্বেলিত বলে, আমরা সম্ভাষণের জোয়ারে ভাসছি বলে মনের মণিকোঠা থেকে মুছতে পারিনি আমাদের আজকের অবস্থানে আসার কণ্টকাকীর্ণ দুরূহতম পথটাকে। সেখানে ছিলো না কোনো সমবেদনা বা সহযোগিতা। প্রতি পদে পদে আমরা হয়েছি লাঞ্ছিত, অপমানিত আর বিপদগ্রস্ত। প্রতিনিয়ত কেঁদে কেঁদে নিজেদের তৈরি করেছি, মনোবল বাড়িয়েছি। সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করেন নি আর আমরা দেশবাসীকে নিরাশ করিনি। বাকীটা ইতিহাস।

পূর্ববর্তী নিবন্ধজাতির এমন উদযাপনের অনুপ্রেরণায়…
পরবর্তী নিবন্ধআসন্ন দুর্গাপূজা ও নিরাপত্তামূলক ব্যবস্থা