জাতির এমন উদযাপনের অনুপ্রেরণায়…

মহীবুল আজিজ | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন। সারাদেশে দিনমান বহমান আনন্দ-উচ্ছ্বাস দেখে মনটা ভরে গেল। ‘দৈনিক আজাদী’-র বিশেষ সংখ্যায় তাঁকে নিয়ে যে-প্রকাশ সেটা দেখে ও পড়ে সেই কথাটাই আবার মনে পড়ে গেল- “চিটাগাং টু দ্য ফোর”। জাতির এমন উদযাপনের অনুপ্রেরণায় ভাবলাম আমিও আজ এখনই লিখে ফেলি একটি কবিতা, হোক তা ক্ষুদ্র কিন্তু তাতে থাকুক অন্তরের আঁচ:
তোমাকে / মহীবুল আজিজ
তোমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কী লাভ,
দিন কাটিয়েছো মৃত্যুর বালিশে মাথা রেখে।
ঝড়ে ও ঝঞ্ঝায় এদেশ দেখেছে তোমার স্বভাব,
দুঃসহ তোমার কাল কেটেছিল মরণ-পালঙ্কে।
কাজেই তোমার জন্মদিন মানে ঐ স্বপ্নদ্বীপ,
দ্বীপে হাওয়া বয় যেন জীবনের গাঢ় অনুপ্রাস।
তুমি আশাহীন অভাগার ভালে প্রত্যাশার টিপ,
বদলে গেছে দিন, পালিয়েছে ভয়ে ঘৃণ্য সন্ত্রাস।

পূর্ববর্তী নিবন্ধঅপসংস্কৃতি থেকে বের হতে হবে
পরবর্তী নিবন্ধসাফ বিজয়ী আমরা নারী, আমরাই পারি